অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মীরসরাইয়ে স্কুলছাত্রকে জবাই করে হত্যাঃ ৩ জনের ফাঁসি রায়

0
.

চট্টগ্রামে ফারহান সাকিব (১৫) নামে এক স্কুলছাত্রকে জবাইকে হত্যা মামলার রায়ে আদালত ৩ জনকে মৃত্যুদণ্ডের আদেশ ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মুন্সি মোহাম্মদ আব্দুল মজিদ এই রায় ঘোষণা করেন।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) একেএম সিরাজুল ইসলাম চৌধুরী পাঠক ডট নিউজকে রায়ের বিষয়ে নিশ্চিত করেন।

যাবজ্জীবন প্রাপ্ত হোসনে মোবারক রুবেল ও মৃত্যুদন্ডপ্রাপ্ত  শহীদুল ইসলাম।  ফাইল ছবি।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কাজী সরওয়ার উদ্দিন, শহীদুল ইসলাম ও মীর হোসেন। এছাড়া আসামি হোসনে মোবারক রুবেলকে দেওয়া হয়েছে যাবজ্জীবন করাদণ্ড।

আদালত সুত্রে জানাগেছে, মামলার বিভিন্ন ধারায় একইসঙ্গে কাজী সরওয়ার উদ্দিন, শহীদুল ইসলাম ও মীর হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১ বছরের জেল দেওয়া হয়েছে। হোসনে মোবারক রুবেলকেও ৫০ হাজার টাকা জরিমানা ও ১ বছর জেল দেওয়া হয়। প্রধান আসামি কাজী সরওয়ার উদ্দিনকে দেওয়া হয় আরও ১০ বছরের জেল।

নিহত ফারহান সাকিব জেলার মীরসরাই উপজেলার জেবি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। সে একই এলাকার শহীদুল ইসলাম ছেলে।

জেলা পিপি আকম সিরাজুল ইসলাম জানান, আসামিদের মধ্যে কাজী সরওয়ার এখনো পলাতক। তবে বাকিরা জেল হাজতে রয়েছেন।

ঘটনার বিবরণে তিনি জানান, মীরসরায়ের জোরারগঞ্জের উত্তর মোবারকঘোনা এলাকায় পূর্ব শত্রুতার কারণে ২০১৫ সালের ৬ জুন ফারহান সাকিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে নয়াটিলার পাহাড়রে ভীতরে নিয়ে জবাই করে হত্যা করে। এই ঘটনায় ফারহানের বাবা শহীদুল ইসলাম বাদী হয়ে মীরসরাই থানায় মামলা দায়ের করেন। পুলিশ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে মোট ১১ জনের সাক্ষী পর্যালোচনা করে আদালত আজ এই রায় দিলেন।