
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সামুদ্রিক মাছে ক্ষতিকারক রং মিশ্রিত করে বিক্রি করার সময় মোবাইল কোর্টের অভিযানে প্রায় চার মন মাছ জব্দ করেছে সীতাকুণ্ড উপজেলা মৎস্য দপ্তর।
আজ বৃহস্পতিবার (১ আগষ্ট) সকালে উপজেলার বড় দারোগারহাটে উক্ত অভিযান পরিচালিত হয়।
অভিযানে রং মিশ্রিত ৭০ কেজি পোয়া মাছ এবং ৮০ কেজি লইট্টা মাছ জব্দ করা হয়। এসময় রবি ও মমিন নামে দুই বিক্রেতাকে আটক করা হয়।

ক্ষতিকারক রং মাছে মিক্স করে বিক্রি করার অপরাধে ৫ হাজার টাকা করে দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত চার মণ মাছ মাটিতে পুতে ফেলা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মাহবুবুল হক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার শামীম আহমেদ,সহকারী মো: রুহুল আমিন, লিফ মো: কাইয়ুম উদ্দিন, মোঃ কাজী ছাব্বির আহমদ।
জনসাধারণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলার বাজারগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার(ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক।
You must log in to post a comment.