অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে “নিট এন্ড ক্লিন বাংলাদেশ” এর পরিস্কার পরিচ্ছন্ন অভিযান

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

সীতাকুণ্ডের সেচ্ছাসেবী সংগঠন ” নিট এন্ড ক্লিন বাংলাদেশ” এর আয়োজনে “পরিস্কার পরিচ্ছন্ন বাংলাদেশ চাই, পরিস্কার থাকুন, পরিস্কার রাখুন, পরিসাকার পরিচ্ছন্নতা রক্ষায় এগিয়ে আসুন”এই স্লোগান নিয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলার জোড়আমতল এলাকায় ঝাড়ু দিয়ে পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন দৈনিক আজাদী সীতাকুণ্ড প্রতিনিধি সাংবাদিক লিটন কুমার চৌধুরী।

এসময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক কামরুল ইসলাম দুলু, সাইদুল হক, সংগঠনের উদ্যোক্তা মোহাম্মদ আলাউদ্দিন, এডমিন সৈয়দ ওয়াহিদ অনন্য।

.

ডেঙ্গু মুক্ত রাখা এবং এলাকাকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন জায়গায় জমে থাকা ময়লা, ঘাস, ঝোঁপ-ঝাঁড় পরিষ্কার করছে সংগঠনের শতাধিক কর্মী।

এ বিষয়ে জানতে চাইলে উদ্যোক্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন,বর্তমানে ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে, যার সংখ্যা দিনদিন বেড়ে চলছে। তার প্রেক্ষিতে আমরা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নেমেছি। এ নিয়ে সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না। নিজেদের আঙ্গিনা নিজেদেরকেই পরিচ্ছন্ন রাখতে হবে। আমাদের সংগঠন একটা সেচ্ছাসেবী সামাজিক সংগঠন, আমরা এর কার্যক্রম পুরো উপজেলাতে ছড়িয়ে দিতে চাই। আমরা চাই না কোনও মানুষ ডেঙ্গু রোগ আক্রান্ত হোক। এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখা নাগরিক হিসেবে আমাদের সবার দায়িত্ব। সেই জায়গা থেকে আমরা পরিচ্ছন্নতা অভিযানে নেমেছি। আশা করছি পরবর্তীকালে পরিচ্ছন্নতা অভিযান পুরো উপজেলা জুড়ে শুরু করব। পরিচ্ছন্নতা অভিযানে এলাকার বিভিন্ন সংগঠন, স্কুল,কলেজ,মাদ্রাসার শিক্ষার্থী এবং দলমত নির্বিশেষ সাবই অংশ নেয়। অভিযান শুরুর আগে সচেতনতা বৃদ্ধিতে ঢাকা-মহাসড়কে এক বর্নাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।