অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বেগম জিয়ার মুক্তির বিষয়ে গুলশানে বিএনপির রুদ্ধদ্বার বৈঠকে চলছে

0
ফাইল ছবি।

কারাবন্দি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, বন্যা ও ডেঙ্গু এবং বর্তমান রাজনীতির সার্বিক পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা।

শনিবর (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

বৈঠকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা, তাঁর মুক্তি ও সুচিকিৎসা, বন্যা পরিস্থিতি মোকাবিলায় করণীয়, ডেঙ্গু ও রোহিঙ্গা ইস্যুসহ দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করবে দলটি।

এছাড়াও জাতীয়তাবাদী ছাত্রদলের আগামী কাউন্সিল ও বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের পুনর্গঠন নিয়েও আলোচনা হবে।

লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে বৈঠকে যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে মির্জা ফখরুলের।