অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সারাদেশে বাস ধর্মঘট ডেকে একঘন্টা পর প্রত্যাহার

0
.

ঈদকে সামনে রেখে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে কয়েকটি পরিবহণকে জরিমানা করার প্রতিবাদে চট্টগ্রামে আকস্মিক ধর্মঘট ডেকেছিল পরিবহণ শ্রমিকরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে এক ঘন্টার ব্যবধানে রাত ৯টার দিকে সে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে বাস মালিকদের সংগঠন।

বিষয়টি নিশ্চিত করে আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন বলেন, ধর্মঘট ডাকার পর রাতে চট্টগ্রামের ডিসি মো. ইলিয়াস হোসেনের সঙ্গে বৈঠকে বসেন সমিতির নেতারা। ভাড়া নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না বলে ডিসি আশ্বাস দিয়েছেন। এতে কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। এখন সব রুটের বাস ছাড়া হবে।

এর আগে রবিবার দুপুরে নগরীর বিআরটিসি মোড়ে হানিফ পরিবহনের কাউন্টার পরিচালকের বিরুদ্ধে ঈদ যাত্রায় বাড়তি ভাড়া নেয়ায় অভিযোগ উঠে। এই অভিযোগে ওই পরিচালককে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন বিআরটিএর ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক। এরপর নগরীর অলংকার মোড় ও ভাটিয়ারির দূরপাল্লার বাসগুলোতেও অভিযান চালানো হয়। একই অপরাধে আরো দুটি পরিবহন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন তিনি। অর্থদণ্ডের পর রাত ৮টায় সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম থেকে ঢাকাসহ ৬৮টি রুটের বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয় আন্তঃজেলা বাস মালিক সমিতি। এর সঙ্গে সম্মতি দেয় পূর্বাঞ্চলীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

.

চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন রবিবার রাতে জানান। ঈদকে কেন্দ্র করে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগে চট্টগ্রাম নগরের দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে অভিযান চালায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। অভিযানে তিন পরিবহনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এর পর রবিবার রাত ৮টা থেকে এ কর্মসূচি ঘোষণা করে।

এর আগে রবিবার বিকেলে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগে দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে অভিযান চালান বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক। এ সময় হানিফ পরিবহন, সিডিএম ট্রাভেলস ও নাভিলা পরিবহনকে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক জানান, একাধিক যাত্রীর অভিযোগের ভিত্তিতে নগরের বিআরটিসি, অলংকার ও ভাটিয়ারীর বাস কাউন্টারগুলোতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে ঈদের অগ্রিম টিকিটে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বাড়তি ভাড়া নেয়ায় তিন পরিবহনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, ৬ আগস্টের টিকিটে চট্টগ্রাম থেকে দিনাজপুরের ভাড়া ১৪শ’ টাকা নেয়া হলেও টিকিটে উল্লেখ করা হয় ১৩শ’ টাকা। টিকিটে বাড়তি ভাড়া রাখা এবং বাড়তি টাকা নিয়েও কম উল্লেখ করার অপরাধে হানিফ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন অভিযোগে সিডিএম ট্রাভেলস ও নাভিলা পরিবহন নামে দুটি বাস সার্ভিসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে পূর্বাঞ্চলীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মৃণাল চৌধুরী বলেন, কোরবানির ঈদে বাস সার্ভিসগুলো তাদের ন্যায্য ভাড়া নিচ্ছে। কিন্তু ম্যাজিস্ট্রেট সাহেব না বুঝে গণহারে সব বাস সার্ভিসকে জরিমানা করেছেন, যা অমানবিক