অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

লালখান বাজারে শিশু গৃহকর্মী নির্যাতনের দায়ে ব্যাংক কর্মকর্তার স্ত্রী আটক

8
আটক গৃহকত্রী আরফা আক্তার ও পাশে নির্যাতনের শিকার শিশু ইয়াছমিনের ক্ষতবিক্ষত শরীর।

নগরীর লালখান বাজার এলাকায় শিশু গৃহকর্মী ইয়াছমিন আক্তার (১২) কে অমানুষিক নির্যাতনের অভিযোগে বেসরকারী একটি ব্যাংক কর্মকর্তার স্ত্রী আরফা আকতারকে (২৫) কে আটক করছে পুলিশ।

মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যায় লালখান বাজার এলাকার চাঁনমারী রোডের নিজ বাসা থেকে ওই নারীকে আটক করা হয়েছে বলে জানায় খুলশী থানা পুলিশ।

তিনি ওই এলাকার এপিক ৩১৪ কমর পার্ক বিল্ডিং এর আট তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন। আরফা আকতার ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা মো.বখতিয়ারের স্ত্রী বলে জানা গেছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী আরফা আকতারকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

.

অভিযোগে জানাগেছে, ১২ বছরের এতিম শিশু ইয়াছমিন আকতারের গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া থানাধীন ডুলাহাজরা সাফারি পার্ক এলাকায়। গত ৫ বছর ধরে ইয়াছমিন আকতার ওই বাসায় গৃহকর্মীর কাজ করে আসছিল।

প্রতিদিন তুচ্ছ বিষয় নিয়ে তার উপর নির্যাতন চালাতো গৃহকত্রী আরফা আকতার।

কাজের সময় হাত থেকে পড়ে কিছু ভাঙলে কিংবা কাজ পছন্দ না হলে ইয়াছমিনের ছোট্ট শরীরে খুন্তি দিয়ে ছ্যাঁকা ও শরীরে গরম পানি ঢেলে দিত দিত গৃহকত্রী।  এক পর্যায়ে নির্যাতনের মাত্রা বেড়ে গেলে সে তার পাশের বাসার গৃহকর্মী তানিয়াকে জানালে তানিয়া তার গৃহকর্তীকে জানায়।

মঙ্গলবার তানিয়ার গৃহকর্তী থানায় খবর দিলে খুলশী থানার টিম ঘটনাস্থলে যায়। কিন্তু পুলিশ যাওয়ার খবর পেয়ে ঘরের সব দরজা বন্ধ করে দেয়া হয়। দীর্ঘ প্রায় এক ঘন্টা চেষ্টা করার পর বাসায় ঢুকে নির্যাতিত ইয়াছমিন আকতারকে উদ্ধার করে অভিযুক্ত গৃহকর্তীকে আটক করে পুলিশ।

ওসি জানান এব্যাপারে আরফা আক্তারকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। সকালে তাকে আদালতে তোলা হবে।

৮ মন্তব্য
  1. Rahala Islam বলেছেন

    এটাও মানুষ!!!!!!!!!!!!

  2. শামীম আহসান বলেছেন

    দৃষ্টান্তমূলক শাস্তি চাই

  3. Mahraz Mukul বলেছেন

    মাগিরে মরিচ দে। বোদার দার কমার জন্য

  4. ইউথ বাংলা বলেছেন

    কত বড় খারাপ হলে এই কাজ করতে পারে।আল্লাহর গজব পড়ুক হেতির উপর

  5. Afroza Mostafij বলেছেন

    Ohhh Allah

  6. Anwar Parvez বলেছেন

    কঠিন দ্রুত বিচার করা হোক

  7. Moksadul Hque বলেছেন

    ওর পুটকিত তিনটা ঝামা লাথি মারেন

  8. Altaf Hossain বলেছেন

    ঐ মহিলাকে যায়গা মত ছ্যাকা দেয়াহোক।