অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বিশ্বে সবচেয়ে বেশি জলাবদ্ধতার শিকার চট্টগ্রাম শহরের মানুষ-এমপি বাদল

0
.

চট্টগ্রামের চান্দগাঁও-বোয়ালখালী-কালুরঘাট সংসদীয় আসন থেকে নির্বাচিত এমপি মঈনুদ্দিন খান বাদল বলেছেন, ‘চট্টগ্রামের ৩০লক্ষ মানুষ প্রতিবছর জলাবদ্ধতার শিকার। বিশ্বে জলবায়ু পরিবর্তনের শিকার এত বেশি মানুষের শহর আর নেই।’

তিনি বুধবার (০৭ আগষ্ট) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

চট্টগ্রাম নাগরিক ফোরামের উদ্যোগে জলাবদ্ধতা নিরসন বিষয় কনভেনশন পরবর্তী এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ফোরামের চেয়ারম্যান লন্ডনপ্রবাসী ব্যারিস্টার মনোয়ার হোসেন, সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ গণি, চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আহ্বায়ক পেশাজীবী সংগঠক সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী, যাত্রীকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চৌধুরী, চট্টগ্রাম নাগরিক ফোরামে সাধারণ সম্পাদক কামাল উদ্দিন প্রমুখ।

সংবাদ সম্মেলনে মঈনুদ্দিন খান বাদল এমপি বলেন, চট্টগ্রাম হল ‘হার্ট অব বাংলাদেশ’। হার্টকে দুর্বল রাখলে যেমন ঝুঁকি তেমনি চট্টগ্রামকে অবহেলাও করা যাবে না। তিনি অচিরেই কর্ণফুলী নদীর উপর কালুরঘাট সেতু নির্মাণের দাবি পূণরুল্লেখ করেন।

উল্লেখ্য, ইতোপূর্বে এমপি বাদল জাতীয় সংসদে এক বক্তৃতায় আগামী ডিসেম্বরের মধ্যে এই সেতু নির্মাণ প্রক্রিয়া না হলে সংসদ থেকে পদত্যাগ করবেন বলেও ঘোষণা দেন।

চট্টগ্রামের নাগরিক সংগঠক ও বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, কর্ণফুলী নদীতে ৬ফুট আবর্জনা জমেছে।এর নব্বই শতাংশই জমাট পলিথিন। জাতীয় স্বার্থেই এই নদীর ক্যাপিটাল ও ম্যানটেইন্যান্স ড্রেজিং দরকার। চট্টগ্রামের উন্নয়নে প্রধানমন্ত্রীর উদার সহযোগিতা নিয়ে যারা ‘নয় ছয়’ করছেন তাদের নামে ঘৃণাষ্তম্ভ করা হবে বলেও ঘোষনা দেন এই নাগরিক সংগঠক।

চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে চাক্তাই খালখননসহ মেগা প্রকল্প বাস্তবায়নে সমন্বয় নিশ্চিত করার দাবি জানান।

তিনি লিখিত বক্তব্য চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে প্রকল্প কাজের দুই মাস পর পর সমন্বয় সভা, জনগণের কাছে কাজের অগ্রগতি প্রদর্শন, চসিককে পর্যাপ্ত লোকবল দেয়াসহ বেশকিছু প্রস্তাবনা তুলে ধরেন।