অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আনোয়ারায় সড়ক সংষ্কারের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন

2
.

চলাচলের অযোগ্য হয়ে পড়া গ্রামীণ সড়ক সংষ্কারের দাবীতে আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের নলদিয়া (৪নং ওয়ার্ড) গ্রামে মানববন্ধন পালন করেছে স্থানীয়রা।

বৃহষ্পতিবার সকাল ১০টায় উপজেলার বরুমচড়া ইউনিয়নের নলদিয়া হাজী অছি উদ্দীন (রঃ) জামে মসজিদ এর সামনে এবং বিকাল ৪টায় নলদিয়া মৌলানা এরশাদউল্লাহ জামে মসজিদের পশ্চিমে পৃথক দুটি মানববন্ধন অনুষ্ঠিত হয়৷

“ভুক্তভোগী এলাকাবাসী” এই ব্যানারে এলাকার শত শত মানুষ স্বতস্ফূর্তভাবে এই মানববন্ধনে অংশগ্রহণ করে৷

মানববন্ধনে বক্তারা বলেন, বরুমচড়া ইউনিয়নের মধ্যে আমাদের নলদিয়া সবচেয়ে অবহেলিত৷ এখানে দুটি ব্রিজ হয়েছে তবে হয়নি কোন সংযোগ সড়ক, চলাচলের একমাত্র সড়ক মরহুম কবির আহমেদ সড়ক বর্তমানে চলাফেরার কোন উপায় নেই৷ কোন ধরনের গাড়ি নলদিয়া এলাকায় আসতে চায়না৷ এলাকার কোন সন্তান সম্ভবা রোগী হাসপাতালে নেওয়া বলতে গেলে দূঃসাধ্য৷ ছেলে মেয়েরা স্কুল, কলেজ, মাদ্রাসায় যেতে প্রতিনিয়ত দূর্ভোগের শিকার হচ্ছে৷

.

বক্তারা আরো বলেন, আমাদের এই দূর্গতি থেকে রক্ষা করতে মরহুম কবির আহমেদ সড়কের সংষ্কারের কোন বিকল্প নেই৷ আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে৷ এই রাস্তাটি আশু সংষ্কারের জন্য আমরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোপরি ভূমিমন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপ কামনা করি৷

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা বশির আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব খান, আলহাজ্ব হাফেজ আবদুল মান্নান , প্রকৌশলী ছলিম আল আনোয়ার, জুবাইরুল হক মাহফুজ , মাওলানা আনসারুল হক (প্রবাসী), মাও: মাহমুদুল হক, হা: মাও: এরশাদ, মাও: মনছুরুল হক, আব্বাস উদ্দীন, এমদাদ উল্লাহ প্রমূখসহ এলাকার শত শত এলাকাবাসী উপস্তিত ছিলেন৷

২ মন্তব্য
  1. Abu Sufian বলেছেন

    Anowara Thanar Jonno Lojja ???

  2. আমাদের নলদিয়া বলেছেন

    ধন্যবাদ