অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ডেঙ্গু রোগী: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২১৭৬

0
.

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ১৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।  আজ শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২ হাজার ১৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১০৬৫ জন, ঢাকার বাইরে সারাদেশে আক্রান্ত ১১১১ জন।

এদিকে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত নতুন ভাবে ২৪ ঘন্টায় সরকারী বেসরকারী হাসপাতালে ভর্তি হয়েছে ২৯ জন রোগী। এর মধ্যে  বিভিন্ন বেসরকারী হাসপাতালে ১১ জন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন ভর্তি রয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

চট্টগ্রাম সিভিল সার্জন অফিস সুত্রে জানাগেছে, ২৪ ঘন্টায় মা ও শিশু হাসপাতালে ২ জন, ম্যাক্স হাসপাতে ১, ন্যাশনাল হাসপাতালে-৩, মেট্রোপলিটনে-২, লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে-২ এবং সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ভর্তি আছে।

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘন্টায় ভর্তি ১৮জন।  চমেক হাসপাতালের ডিডি ডা. আকতার এ তথ্য নিশ্চিত করেছেন।