অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জমিয়তুল ফালাহ ময়দানে

0
.

বন্দর নগরীতে ঈদুল আযহার প্রধান ও প্রথম জামায়াত অনুষ্ঠিত হয়েছে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে।

আজ সোমবার (১২ আগস্ট) সকালে সকল বৈষম্য ও ভেদাভেদ ভুলে সমাজের ধনী গরীব এক কাতারে ঈদের নামাজ আদায় করেন।

র‌্যাব পুলিশের কড়া নজরধারীর মধ্যে সকাল ৭টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ব্যবস্থাপনায় এ ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জমিয়াতুল ফালাহ্ জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আহমুদুল হক।

.

পরে একই স্থানে সকাল ৮টা ৪৫ মিনিটে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রধান মুফাচ্ছির কাজী মাওলানা মো. ছালেকুর রহমান।

এছাড়াও নগরের নগরের ৪১টি ওয়ার্ডের ১৬৫টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন।

.

এতে উপস্থিতি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাবেক মেয়র বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দীন, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবু বক্কর ও সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এদিকে চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির ব্যবস্থাপনায় নগরের এমএ আজিজ স্টেডিয়ামে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় আজ সকাল ৮টায়। এতে ইমামতি করেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. সাইয়েদ আবু নোমান।