অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বিএনপিতে যোগ দিলেন সাবেক পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা

11
.

বিএনপিতে যোগ দিয়েছেন গাজীপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র, আওয়ামী লীগ নেতা মো. আবদুল করিম। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি দলে যোগ দেন। আবদুল করিমের সঙ্গে তার অনুসারীরাও এদিন বিএনপিতে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও গাজীপুর মহানগরের সভাপতি মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। এ সময় মির্জা ফখরুল বিএনপিতে সদ্য যোগ দেওয়া নেতাদের অভিনন্দন জানান।

এ সময় মির্জা ফখরুল বলেন, ‘যখন বর্তমান ফ্যাসিস্ট সরকারের কর্মকাণ্ডে রাজনীতি করা কঠিন হয়ে পড়েছে, যখন ২৬ লক্ষ মানুষকে আসামি করা হয়েছে, এক লক্ষের উপরে মামলা করা হয়েছে, যখন এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে, সেই সময় সাবেক পৌর মেয়র করিমের মতো একজন জনপ্রিয় নেতা বিএনপিতে যোগ দেওয়া নিঃসন্দেহে উল্লেখযোগ্য ঘটনা। এই সময়ে তার বিএনপিতে যোগ দেওয়াটা আমাদের অনুপ্রাণিত করেছে। ’

বিএনপির জ্যেষ্ঠ এই নেতা আরও বলেন, ‘সংগঠনের বিকল্প নেই। সংগঠন থাকলে আন্দোলন, নির্বাচনে সফল হতে পারবো। এই কথা সবাইকে মনে রাখতে হবে।’

১১ মন্তব্য
  1. Kazi Foyej বলেছেন

    আলহামদুলিল্লাহ ,,,

  2. Mir Kader বলেছেন

    ভালোই হয়েছে

  3. Monirul Khader বলেছেন

    অভিনন্দন।

  4. Muhammad Yousuf বলেছেন

    অভিনন্দন।

  5. Momor Baap বলেছেন

    খোশআমদেদ !

  6. মোঃ আইয়ূব আলী বলেছেন

    জাহান্নামে যা?

  7. Md Rasel বলেছেন

    প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা

  8. Abul Khair বলেছেন

    Congratulations

  9. Hanif khan বলেছেন

    ভালোই তো আওয়ামীলীগ থেকে যেসব চোর ও দুর্নীতিবাজদের বের করে দেয়া হচ্ছে তাদের বিএনপিতে জায়গা দেয়া হচ্ছে ভালো । বিএনপির মত দুর্নীতির দলের তো কাজই এইটা যে আওয়ামীলীগ থেকে কাউকে বের করলে তারা তাদের নিজেদের দলে টেনে নিবে । আসলে দুর্নীতিবাজদের জায়গা হলো বিএনপির দলে ।

  10. Rony hassan বলেছেন

    সব দুর্নীতিবাজদের যখন আওয়ামীলীগ থেকে বের করে দেয়া হচ্ছে তখন বিএনপি তাদের নিজেদের দিকে নিয়ে যাচ্ছে নিয়ে যাবেই তো বিএনপির মত দুর্নীতির দলেই তাদের মানায় । বিএনপির মত দল এখন আর কি করবে দুর্নীতিবাজদের নিয়ে দল করছে । সব দুর্নীতিবাজদের অন্য কোথাও জায়গা না হলে বিএনপির দলে ঠিকই হবে ।

  11. মোঃ মিজানুর রহমান বলেছেন

    ধন্যবাদ