অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

রাউজানে পাঁঠা বলি দেওয়ার সময় খড়গের আঘাতে যুবকের হাতের আঙ্গুল বিচ্ছিন্ন

0
.

জেলার রাউজানে মনসা পূজায় পাঁঠা বলিদানের সময় রাম দা’র (খড়গ) আদিনাথ দে (৩০) নামের এক যুবকের বাম হাতের আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে।

রবিবার দুপুর ১২টার সময় উপজেলার বাগোয়ান ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। আহত যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কোয়েপাড়ায় দুপুর ১২টার দিকে মনসা পূজা উপলক্ষে ব্রাহ্মণ খড়গ দিয়ে পাঁঠা জবাই (বলিদান)  দিতে যান।

এ সময় তারের সাথে লেগে খড়গটি পাঁঠা চেপে ধরা আদিনাথের বাম হাতের ওপর পড়ে। এতে তার হাত বাম হাতের আঙ্গুলগুলো বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার একটি হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে বাগোয়ান ইউপি চেয়ারম্যান ভূপেশ বড়ুয়া বলেন, মনসা পূজায় ব্রাহ্মণ পাঁঠা বলিদানের সময় উপরে থাকা তারের সঙ্গে খড়গটি লেগে স্থানীয় আদিনাথ নামের এক যুবকের আঙ্গুলগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়।