অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

রাঙামাটির রাজস্থলীতে সেনা টহলের উপর সন্ত্রাসী হামলা

1
ছবিঃ সংগৃহীত

রাঙামাটির রাজস্থলীতে সেনা বাহিনীর একটি টহল টিমের উপর হামলা করেছে পাহাড়ী সন্ত্রাসীরা।  এতে একজন সেনা সদস্য আহত হয়েছে বলে জানা গেছে।

আজ রবিবার (১৮ আগষ্ট) সকাল সাড়ে ৯টার দিকে রাজস্থলী সদর থেকে দুই মাইল গভীরে থ্যুয়াইসু পাড়া(তুচ্ছে মারমা পাড়া নামে খ্যাত) স্থানে এ হামলা ঘটনা ঘটে।

এর পরপরই সে এলাকায় সেনা টহল জোরদার করা হয়েছে।

স্থানীয় বিভিন্ন সুত্র জানিয়েছে, পাহাড়িদের সন্ত্রাসী সংগঠন মগ লিবারেশন পার্টি ও সংস্কার পার্টি কর্তৃক বাংলাদেশ সেনাবাহিনীর উপর সশস্ত্র হামলা-সন্ত্রাসী হামলা ও গোলাগুলিতে দুজন সেনা নিহত হয়েছে।  তবে নিহত হওয়ার এ তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন আরএসপিআর।

এ ব্যাপারে জানতে চাইলে আইএসপিআর’র পরিচালক লে. কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ পাঠক ডট নিউজকে বলেন, রাঙামাটির রাজস্থলীতে টহল দেয়ার সময় সেনা সদস্যদের একটি দলের উপর সন্ত্রাসীরা হামলা করেছে।  এতে এজন আহত হয়েছে তাকে সিএমএইচে নেয়া হয়েছে।সেখানে সেনা টহল জোরদার করা হয়েছে।

বিভিন্ন মাধ্যমে দুজন মারা যাবার কথা শুনা যাচ্ছে- এ বিষয়টি সঠিক কিনা.? এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, আমার কাছে নিহত হওয়ার কোন সংবাদ নেই।  তারপরও আমি খবর রাখছি।