
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
মধ্যপ্রাচ্যের সৌদি আরবের রিয়াদে সড়ক দূর্ঘটনায় বাংলাদেশের প্রবাসী সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গত ১৭আগস্ট শনিবার বাংলাদেশ সময় সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নজরুল বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের কঞ্জুরি বাছির উদ্দিন মিয়াজি বাড়ির মুক্তিযোদ্ধা মৃত সৈয়দ মো. নুরুল আলমের কনিষ্ট সন্তান। নিহতের দুই পুত্র সন্তান রয়েছে।
নিহতের ভাগিনা মো. আবুল হাসনাত টিটু জানান, সৈয়দ মো. নজরুল ইসলাম ১৯৯৮সাল থেকে প্রবাসে আছেন। তিনি রিয়াদে একটি দোকান পরিচালনা করতেন। গত শনিবার রাতে মোটর বাইক নিয়ে কর্মস্থলে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। ওই সময় হাসপাতালে নেয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
সকল প্রক্রিয়া শেষে তাঁর লাশ দেশে আনতে আরও সপ্তাহখানেকসময় লাগবে বলে জানান তারা। নজরুলের অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
You must log in to post a comment.