অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চোরাই মোটরসাইকেলসহ র‌্যাবের হাতে ছাত্রলীগ সভাপতি আটক

2
.

জেলা প্রতিনিধি নোয়াখালী:

নোয়াখালীর কবিরহাটে চোরাই মোটরসাইকেলসহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনোয়ারুল আজিমকে আটক করেছে র‌্যাব-১১ (লক্ষীপুর)।

খুলনা বাঘের হাট থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল চুরির মামলায় তাকে আটক করে র‌্যাব।

আটক আনোয়ারুল আজিম বাংলাদেশ ছাত্রলীগ কবিরহাটের ৭নং বাটইয়া ইউনিয়নের সভাপতি বলে জানাগেছে।

র‌্যাব-১১ এর লক্ষীপুর ক্যাম্পের (এসআই) সাগর ফোনে জানান, মঙ্গলবার (২০ আগষ্ট) রাতে র‌্যাব ১১ লক্ষীপুর ক্যাম্পের পুলিশ সুপার নরেশ চাকমার নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে কবিরহাট উপজেলার ভূইয়ারহাট বাজারের মনিরের মোটরসাইকেল গ্যারেজ থেকে তাকে আটক করা হয়েছে। তাকে আজ বাঘেরহাট সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মোটরসাইকেল চোরাইকৃত বলে স্বীকারোক্তি দিয়েছে।

তিনি আরও জানান, খুলনা বাঘের হাটের সদর থানার একটি মোটরসাইকেল চুরির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। যাহার মামলা নং-১ এবং ১ আগস্ট ২০১৯ সালে বাঘেরহাট সদর থানায় এ মামলা দায়ের করা হয়।

গ্রেফতারকৃত আনোয়ারুল আজিমকে বাঘেরহাট সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

আটককৃত আনোয়ারুল আজিম কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের চন্দ্রশুদ্দি গ্রামের আব্দুল ওহাবের ছেলে এবং ৭নং বাটইয়া ইউনিয়ন ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি।

মামলার বাদী আব্দুল খালেক শেখ জানান, গত ০৭/০৬/২০১৯ শুক্রবার দুপুর সোয়া একটার দিকে বাঘেরহাট থানাধীন খানপুর ইউনিয়নের শুকধরা মোড়ের মসজিদ সংলগ্ন বাড়ির গেইটের সামনে থেকে মোটর সাইকেলটি চুরি হয়। অনেক খোঁজাখুজি করে না পেয়ে বাঘেরহাট থানায় মামলা করার ২মাসের মাথায় র‌্যাব-১১ লক্ষীপুরের সহযোগিতায় মঙ্গলবার রাত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

২ মন্তব্য
  1. Abdul Hai Chuttu বলেছেন

    ক্রসফায়ার দেওয়া হউক (যারা তাকে সভাপতি বানিয়েছে তাদেরসহ)।

  2. Thai Aong বলেছেন

    স্বাধীন দেশের বর্তমান সরকারের চোরের দেশ বূপ ধারন করেছে। সব জায়গাতে দলীয় চোর। দেশটা মনে হয় দ্বিগুন ডিজিটাল হয়ে গেছে।