অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীমান্তে বিএসএফ’র গুলিতে ফের বাংলাদেশি নিহত

3
018691323_30300
ফাইল ছবি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাট কড়াইবাড়ী সীমান্তে বিএসএফ’র গুলিতে বাহারুল (৩০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

রবিবার ভোররাতে ছাট কড়াইবাড়ী সীমান্তে ১০৫৫ আর্ন্তজাতিক সীমানা পিলারের সন্নিকটে গরু আনতে যান বাহারুল। এ সময় ভারতের দ্বীপচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। নিহতের লাশ বাংলাদেশের অভ্যন্তরে পড়ে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিহত বাহারুল ছাট কড়াইবাড়ী গ্রামের বক্তার হোসেনের ছেলে।

৩৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল মো. রফিকুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় বিএসএফ’র নিকট তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

গত শুক্রবার রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে দুখু মিয়া (২৮) নামে আরও এক গরু ব্যবসায়ী বিএসএফ’র গুলিতে নিহত হন।

৩ মন্তব্য
  1. Shahadat Hossain বলেছেন

    মাদারচোদরা পারে শুধু নিরীহ বাঙ্গালী মারতে কারন হাছিনা তাদের পি্রয় বন্ধু।বন্ধুত্ব রক্ষায় অসহায় মানুষ তো মরতেই হবে।

  2. Sakhawat Hossain বলেছেন

    It is happening as our government doesn’t like to displease Modi.

  3. Iqbal Hossain বলেছেন

    ভারত এমন একটা জাতি, তারা বন্ধুর বুখে ছুরি বসায়, শত্রুর বুকে নয়, তারা বাঙালিকে গুলি করে মারে পাকিকে নয়।