অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চমেক হাসপাতালের এক চিকিৎসক ডেঙ্গুতে আক্রান্ত

0
.

চট্টগ্রামে এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলেন এক চিকিৎসক। ডেঙ্গু আক্রান্ত চিকিৎসক হচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের ২৪ নম্বর ওয়ার্ডের রেজিস্টার ডা. উদয় শংকর সরকার।

আজ শনিবার (২৪ আগস্ট) সকালে ওই চিকিৎসকের ডেঙ্গু শনাক্ত হয়।

জেলা সিভিল সার্জন ড. আজিজুর রহমান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই প্রথম চমেক হাসপাতালের কোনও চিকিৎসক ডেঙ্গুতে আক্রান্ত হলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সার্জারি বিভাগের ওই চিকিৎসকের ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসায় কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেছেন তিনি।

এদিকে শনিবার (২৪ আগস্ট) চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওই চিকিৎসক ছাড়াও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে একজন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে দুইজন, ইউএসটিসি হাসপাতালে দুইজন, ন্যাশনাল হাসপাতালে একজন, ম্যাক্স ও পার্ক ভিউ হাসপাতালে এক জন করে রোগী ভর্তি হয়েছেন।