অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে স্কুল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

0
এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষায় ৭টি সৃজনশীল পদ্ধতি বাতিলের চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের বিক্ষোভ।

এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষায় ৭টি সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবীতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।

রবিবার বেলা ১২টা থেকে চট্টগ্রাম প্রেসক্লাব চত্তরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সমাবেশে নগরীর প্রায় প্রতিটি স্কুলের সহস্রাধিত শিক্ষার্থী অংশ গ্রহন করে।

বিক্ষোভ সমাবশে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি একাত্ততা প্রকাশ করে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি।

img_3761-1
এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষায় ৭টি সৃজনশীল পদ্ধতি বাতিলের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে।

সমাবেশে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা বক্তব্যে বলেন, আমরা টেস্ট পরীক্ষার আর মাত্র কয়েকদিন বাকী। এই সময়ের মধ্যে সরকার যে ৭টি সৃজনশীল পদ্ধতি ঘোষনা করেছে তাতে আমাদের ভোগান্তি বাড়তে। আমরা পরীক্ষা দিতে অনেক সমস্যার মুখোমুখি হবো। অতিসত্বর লক্ষাধিক শিক্ষার্থীর দাবি মেনে ৭টি সৃজনশীল প্রশ্ন বাতিলের দাবী মেনে নেয়ার আহবান জানান।