অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রাম ওয়াসার কর্মচারীদের উপর শ্রমিক লীগের হামলার অভিযোগ

1
দামপাড়াস্থ ট্টগ্রাম ওয়াসার প্রধান কার্যালয়।

চট্টগ্রাম ওয়াসার আন্দোলনরত কর্মচারীদের উপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় আন্দোলনকারী তিন কর্মচারী আহত হয়েছেন।

রবিবার আগ্রাবাদে ওয়াসার মুডি-১ অফিসে পূর্বঘোষিত কর্মসূচি পালনের আগে এ হামলায় আহতরা হলেন- চট্টগ্রাম ওয়াসার কার্য সহকারী রেদওয়ানুল হোসেন দুলাল, মো. আজিম ও মো. আকবর।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর বলেন, আগ্রাবাদ থেকে রেদওয়ানুল হক দুলাল নামের ওয়াসার একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রমিকলীগের কর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম ওয়াসা এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম ।

আন্দোলনরত সংগঠনের সভাপতি নুরুল ইসলাম বলেন, “চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়নের (শ্রমিক লীগ) নেতা রুহুল আমিন ফজলুল কাদের ও মাহবুবুর রহমান রনির নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা আমাদের উপর হামলা চালায়।

ওয়াসায় ‘সিন্ডিকেট’ করে সাধারন শ্রমিকদের জিম্মি করে রাখার অভিযোগও করেন ওই তিন নেতার বিরুদ্ধে।

আন্দোলরত সহকারী পাম্প অপারেটর এহছান উদ্দিন বলেন,রাত্রিকালিন ভাতা পাঁচ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা করা, মৃত্যু পর বীমার টাকা তিন লাখ প্রদান করা ও সিবিএ’র নির্বাচনের দাবিতে এমপ্লয়িজ ইউনিয়ন আন্দোলন করে আসছে।

তিনি বলেন,আজকে সকালে কর্মসূচির শুরুর আগে বহিরাগতদের নিয়ে ওয়াসার আরেকটি সংগঠনের নেতারা তাঁদের উপর হামলা চালায়।

হামলার অভিযোগ অস্বীকার করেছেন চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম। তিনি বলেন “ওয়াসার কর্মচারীদের গণহারে বদলির প্রতিবাদের আমাদের পূর্ব নির্ধারিত প্রতিবাদ কর্মসূচি ছিল। আমাদের জড়ো হওয়া লোকজনের উপর প্রথমে হামলা হয়। পরে শ্রমিকরা তাদের প্রতিরোধ করে।

ওয়াসার মুড-১ এর নির্বাহী প্রকৌশলী আবদুর রউফ মিছিল-মিটিং হচ্ছে স্বীকার করলেও হামলার বিষয়ে কিছু জানেনা বলে জানান।

১ টি মন্তব্য
  1. AK Azad বলেছেন

    যেখানে হামলা সেখানে লীগ