অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে দুর্ঘটনায় কবলিত বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান

0
.

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে।

আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।

এতে প্রায় ১০ মিনিট বিমানবন্দরের রানওয়ের কার্যক্রম বন্ধ ছিল বলে জানান বিমান বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার এবিএম সারোয়ার ই জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রে জানায়, সকালে বিমানবাহিনীর একটি এয়ারক্রাফট নামার সময় চাকায় ত্রুটি দেখা দেয়। তবে সেটি নিরাপদে অবতরণে সক্ষম হয়েছে। দুর্ঘটনার সম্ভাবনা থাকায় রানওয়ের কার্যক্রম বন্ধ করা হয়। পরে বিমানবাহিনীর বিমানটিতে নতুন চাকা সংযোজনের পর সেটি তাদের ঘাঁটিতে নেয়া হয়েছে। বেলা ১১টার দিকে আবার রানওয়ে সচল হয়।

১০ মিনিট রানওয়ের কার্যক্রম বন্ধ থাকলেও এ সময় বিমান ওঠানামার কোনো শিডিউল না থাকায় তেমন কোনো সংকট হয়নি বলে জানিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।