অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

“পেশায় ইলেকট্রিক মিস্ত্রী, আড়ালে ইয়াবা ব্যবসায়ী”

0
.

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশ ছদ্মবেশে অভিযান চালিয়ে সোলোমান আলী সুরুজ (২০), নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী সুরুজ চরকাঁকড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বেচু মাঝির বাড়ির আইয়ুব আলীর ছেলে।

আজ সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ঈদগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ তার কাছ থেকে ৫৩ পিস ইয়াবা উদ্ধার করে।

অপরদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল কৌশলে আরেক ইয়াবা ব্যবসায়ী সাইফুল ইসলাম রিয়াদ পালিয়ে যায়। পরে এ ঘটনায় পুলিশ গ্রেফতারকৃত সুরুজ ও পলাতক রিয়াদকে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

নাম প্রকাশে অনইচ্ছুক স্থানীয়দের ভাষ্যমতে, গ্রেফতারকৃত সুরুজ এলাকায় বিয়ে বাড়িতে লাইটিংয়ের কাজ করে। কিন্তু সে ইলেকট্রিকের কাজের আড়ালে দীর্ঘদিন রামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আজাদের ভাগিনা সাইফুল ইসলাম রিয়াদের ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছে।

এ বিষয়ে ইউপি সদস্য আজাদ বলেন, আমি আজকে জানতে পেরেছি আমার ভাগিনা ইয়াবা ব্যবসার সাথে জড়িত। তবে এ বিষয়ে আমার কোন সুপারিশ নেই।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানার তিনজন উপ-পরিদর্শক (এএসআই) অভিযান চালিয়ে এ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।