অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সাংবাদিক নঈমুদ্দিনের বাবা মাওলানা বোরহান উদ্দীনের ইন্তেকাল

0
.

অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডিডটকমের সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি‘র কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ নঈমুদ্দিন পিতা চট্টগ্রামের চন্দনাইশের প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা মুফতি শফিউর রহমান (রহ.) এর ৫ম পুত্র মাওলানা বোরহান উদ্দীন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

শুক্রবার দিবাগত ১১টায় চন্দনাইশ পৌরসভার মাওলানা মঞ্জিলস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মাওলানা বোরহান উদ্দীন দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সার রোগে ভুগছিলেন।

মহুমের বড় ছেলে সাংবাদিক নঈমুদ্দিন রাতে পাঠক ডট নিউজকে তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৬ মেয়ে ও নাতি-নাতনিসহ অসখ্যা আত্মীয় এবং গুণগ্রাহী রেখে যান।

আজ শনিবার বিকাল ৩টায় চন্দনাইশ উপজেলার জোয়ারা ইসলামিয়া ফাজিল মাদরাসা প্রঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরাস্থানে তাঁকে দাফন করা হবে।

উল্লেখ্য মরহুম মাওলানা বোরহান উদ্দীন ছিলেন দক্ষিণ চট্টগ্রাম এর খ্যাতনামা “মাওলানা মনজিল” পরিবারের এক কীর্তিমান পুরুষ। তিনি অসংখ্য আলেমেদ্বীন এর ওস্তাদ, প্রখ্যাত আলিম হযরত মুফতী শফিউর রহমান (রাহঃ) এর সন্তান।

মোহাম্মদ নঈমুদ্দিন পিতা মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) সভাপতি শামশুল হক হায়দরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহনওয়াজ।

এক বিববৃতি সিএমইউজে নেতৃবৃন্দ মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিনের মৃত্যুতে অধ্যক্ষ আল্লামা মুফতি আমিনুর রহমানসহ জোয়ারা মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী পরিষদ নেতৃবৃন্দ গভীর শোক জানিয়েছেন।