অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে ২ শ্রমিকের মৃত্যুর ঘটনায় জিরি সুবেদার শিপ ইয়ার্ড বন্ধ

1
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ ফুলতলায় জিরি সুবেদার শিপ ব্রেকিং ইয়ার্ডে দূর্ঘটনায় দুইজন নিহত ও ১৩ জন আহতের ঘটনার পর ইয়ার্ডের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বলেন, শনিবারের ঘটনার পর ইয়ার্ডের সকল কার্যক্রম সাময়িক বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা ইয়ার্ডটি পরিদর্শন করে গেইটে নোটিশ লাগিয়ে দিয়েছি।

.

আজ রবিবার সকালে জিরি সুবেদার শিপ ব্রেকিং ইয়ার্ডে পরিদর্শন করেছেন পরিবেশ অধিদপ্তরের জেলা উপ-পরিচালক ফেরদৌস আনোয়ার, চট্টগ্রাম সহকারী বিস্ফোরক পরিদর্শক মেহেদি ইসলাম খান।

উল্লেখ্য যে শনিবার বিকাল সাড়ে চারটার সময় উপজেলার বার আউলিয়ায় জিরি সুবেদার শিপ ব্রেকিং ইয়ার্ডে পুরাতন জাহাজে কাটিং করার জন্য উপরে উঠতে গিয়ে ওয়্যার (মোটা তার) ছিঁড়ে পড়ে আমিনুল ইসলাম ও তুষার চাকমা নামে দুইজন নিহত হয়। এ ঘটনায় আরো ১৩ জন আহত হয়।

আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ ও নগরীর আল আমিন হাসপাতালে চিকিৎসাধীন আছে।

১ টি মন্তব্য