অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

শহীদ জিয়ার মাজার সরানোর পরিনতি খুবই করুণ হবে

1
%e0%a6%95%e0%a6%95%e0%a6%95%e0%a6%95%e0%a6%95
চট্টগ্রাম আদালতে আইন পেশায় নিয়জিত সাবেক ছাত্রদল নেতাদের সভায় বক্তব্য রাখেছেন এড, ইফতেখার হোসেন চৌধুরী মহসিন।

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযুদ্ধা শহীদ জিয়াউর রহমানের পদক প্রত্যাহার ও শহীদ জিয়ার মাজার সরানোর পরিনতি হবে খুবই করুণ হবে বলে হুঁসিয়ারী করেছে চট্টগ্রাম জেলা জজ আদালতে আইন পেশায় নিয়োজিত সাবেক ছাত্রদল নেতারা।

সোমবার বিকাল ৪টায় চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এর হিলটপে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় এমন হুঁসিয়ারী করেন বক্তরা।

তারা বলেন,  অবৈধ সরকার ষড়যন্ত্র করে সাবেক রাষ্টপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযুদ্ধা শহীদ জিয়াউর রহমানের মাজার সরানোর চেষ্টা করছে। মাজারে হাত দিলে  আ’লীগের হাত ভেঙ্গে দেয়া হবে।

কেন্দ্রিয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এড ইফতেখার হোসেন চৌধুরী মহসিনের সভাপতিত্বে এ প্রতিবাদ সভায় প্রধান অতিথি  ছিলেন সাবেক ছাত্রনেতা ও চট্টগ্রাম বারের সাবেক সম্পাদক এড এনামুল হক, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক এড তরিক আহমেদ, চবি ছাত্রদলের সাবেক সহসভাপতি এড নাজিম উদ্দিন চৌধুরী, চবি ছাত্রদলের সাবেক সহ সভাপতি এড এইচ এস আবুল হাসান, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক নেতা এড সিরাজুল ইসলাম চৌ, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সাবেক নেতা এড সৈয়দ মেজবা উদ্দিন, কেন্দ্রিয় ছাত্রদলের সাবেক নেতা এড মু ইরিয়াস, চবি ছাত্রদলের সাবেক নেতা এড ফেরদৌস মোরশেদ খানসহ সাবেক ছাত্রনেতা বর্তমানে আইন পেশায় কর্মরত ৩৫ জন বক্তা বক্তব্য রাখেন।

 

১ টি মন্তব্য
  1. Mizanur Rahman Masud বলেছেন

    …..হয়তো সত্যিই তা করুণ হবে, তবে কেবল Bnp’র জন্যে…!!