অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সাউথ আফ্রিকা যাওয়ার পথে মোজাম্বিকে ১২ বাংলাদেশী আটক!

0
.

বাংলাদেশ থেকে অবৈধ পথে সাউথ আফ্রিকা যাওয়ার পথে মোজাম্বিকে ১২ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে সেখানকার পুলিশ।

গত ২৫ আগষ্ট চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে রওনা দিয়ে দুবাই হয়ে দারুসসালাম দিয়ে ২৮ আগস্ট মোজাম্বিকে প্রবেশ করে এই সব বাংলাদেশী নাগরিক।

সাউথ আফ্রিকা থেকে পরিচালিত প্রবাসী বাঙ্গালীদের ফেসবুক ফেইস “বাংলাদেশী ভয়েস অব সাউথ আফ্রিকা” পোষ্টে এ তথ্য জানা গেছে।

সুত্র জানায়, আদম পাচারের সাথে জড়িত রিয়াদ হোসাইন নামের বাংলাদেশী একজন দালালের সাথে পুলিশের করা চুক্তি অনুযায়ী টাকা পরিশোধ না করায় মোজাম্বিক পুলিশ খাইয়া নামক চেক পোষ্টে তাদের আটক করে।

সাউথ অফ্রিকা থেকে প্রবাসী সাংবাদিক শওকত বিন আশরাফ পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানায়, আদম পাচারের সাথে জড়িত পাকিস্তানি একটি গ্রুপের সাথে দালাল রিয়াদের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। সে শত্রুতার জের হিসাবে অতিরিক্ত টাকা আদায় করতে পুলিশকে মেনেজ করে পাকিস্তানি দালাল এই সব বাংলাদেশী নাগরিকদের গ্রেফতার করায়।

এ দিকে ১২ বাংলাদেশী আটক হওয়ার পরপরই বাংলাদেশী দালাল রিয়াদ হোসেন পলাতক রয়েছে।

উল্লেখ্য,আটক ১২ বাংলাদেশেী নাগরিকদের সাউথ আফ্রিকা পৌছে দেওয়ার জন্য প্রত্যকের কাছ থেকে ৭ লাখ টাকা করে চুক্তি করে দালান রিয়াদ হোসেন। সাউথ আফ্রিকা পৌছলে এসব টাক পরিশোধ করার কথা ছিল।