অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

‘উচ্চশিক্ষার সাথে নৈতিকতাকে মেখে নিতে হবে’

2
.

‘শুধু শিক্ষিত হলে চলবে না, নৈতিক শিক্ষায় বলীয়ান হতে হবে। পরিবার, সমাজ, দেশকে ভালোবাসতে হবে। এইচএসসি পাস পর্যন্ত নিজেকে প্রস্তুুত করতে, নিজের স্বপ্নকে ছুঁয়ে দিতে। তাই এই দুই বছরের একটি মিনিটও অপচয় করা যাবে না। উচ্চশিক্ষার সাথে নৈতিকতাতে মেখে নিতে হবে। তারপরই তুমি-তোমরা দেশের সম্পদে পরিণত হবে।’

আজ সোমবার নগরীর হাফিজ পার্কে দিনব্যাপী চট্টগ্রাম বিজ্ঞান কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ ড. জাহেদ খান নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

নবীন বরণ  ‘ধন ধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ওসে স্বপ্ন দিয়ে তৈরী সেদেশ স্মৃতি দিয়ে ঘেরা।’ নবীনদের কণ্ঠে এমন দেশপ্রেমের গান দিয়েই শুরু হল সাংস্কৃতিক অনুষ্টান।
এরপরই জলের গান ব্যান্ডের ‘বকুল ফুল’ গান পরিবেশন করলেন শতাব্দী দাশ, চৈতি মারমার কণ্ঠে সাগরের তীর থেকে, বদ্ধ চাকমা ও স্বপনের যৌথ কণ্ঠে ‘ক্লাসনোট’, তাহসিনের কণ্ঠে ‘তোর প্রেমেতে অন্ধ হয়েছি’ গান পরিবেশিত হয়। এছাড়াও কৌতুক, হাসি আর আড্ডায় মেতে উঠে নবীনদেন নবীর হৃদয়।