অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আরো একজনের মৃত্যু

0
.

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত আরো একজন রোগী মারা যাওয়ার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার (৩ সেপ্টম্বর) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে বিপ্লব দাশ (২৫) নামে এ যুবকের মৃত্যু হয়।

এনিয়ে ২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।  এর আগে গত শনিবার (৩১আগষ্ট) ভোরে নগরীর বেসরকারী হাসপাতাল পার্কভিউতে বাদশা মোল্লা (৫৫) নামে এই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে

মৃত্যু বিপ্লব দাস গতকাল থেকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিপ্লব দাশ চন্দনাইশ পৌরসভাস্থ দিয়াকুল গ্রামের মাস্টার পাড়ার সন্তোষ দাশের পুত্র।

স্থানীয় সাবেক ইউপি সদস্য নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

চমেক সূত্রে জানা যায়, সোমবার বিপ্লব দাশ ডেঙ্গু আক্রান্ত হয়ে চমেক হাসপাতালে ভর্তি হয়। আজ ভোরে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. নুরুল হায়দার বলেন আমরা এখনো জানি না। আমাদের জানানো হয়নি।  তবে মুখিকভাবে শুনেছি চমেক হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

*চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত একজনের মৃত্যু