অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বিক্রি নিষিদ্ধ দেড় শতাধিক পাখি উদ্ধার, ৯ ব্যবসায়ীকে কারাদণ্ড

0
.

চট্টগ্রাম মহানগরীর রেয়াজুদ্দিন বাজারের নুপুর মার্কেট এলাকায় অভিযান চালিয়ে বিক্রি নিষিদ্ধ বিভিন্ন প্রজাতির দেড় শতাধিক পাখি উদ্ধার করেছে র্যাব। পরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯ জন পাখি বিক্রেতাকে এক মাস করে কারাদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

.

অভিযানে নুপুর মার্কেট এলাকায় পাখির গলির ১১টি দোকানে অভিযান চালিয়ে ১১০টি বিভিন্ন প্রজাতির দেশিয় পাখি (চার প্রজাতির টিয়া, পাহাড়ি ময়না, তিলা মুনিয়া, ঝুটি শালিক ইত্যাদি) মোবাইল কোর্টের মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় ৯ জনের প্রত্যেককে ১ মাস করে কারাদন্ড দেয়া হয়েছে এবং একজনকে একজনকে পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।

.

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, যে সকল পাখি ধরা এবং দোকানে বিক্রয় নিষিদ্ধ সে ধরণের পাখি রাখার অপরাধে ৯ জনকে কারাদণ্ড ও একজনকে আর্থিক জরিমানা করা হয়।

এ সময় দোকানগুলো থেকে বিরল প্রজাতির হিল ময়না, টিয়া, মুনিয়া ও ঘুঘুসহ বিভিন্ন প্রজাতির দেড়শ পাখি উদ্ধার করা হয়। অভিযানে র‌্যাব ও বন বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন বলে জানান তিনি।