অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে বর যাত্রীবাহী বাস উল্টে শিশু নিহত, আহত ১৪

0
দুর্ঘটনায় কবলিত বাস।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

জেলার সীতাকুণ্ডে বর যাত্রীবাহী বাস খাদে পড়ে রায়হান (১২)নামে এক শিশু নিহত হয়েছে। এতে আরো ১৪ জন আহত হয়েছে।

আজ শুক্রবার বিকাল ৫ টার সময় উপজেলার বার আউলিয়ার শেয়ারীপুল এলাকায় এঘটনা ঘটে।

আহত ১৪ জনকে স্থানীয় ভাটিয়ারী বিএসবি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বার আউলিয়া হাইওয়ে থানার এসআই কাওসার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

.

স্থানীয় সুত্রে জানা যায়, সীতাকুণ্ড থেকে একটি বাস চট্টগ্রামের দিকে যাওয়ার সময় বার আউলিয়ার শেয়ারীপুল এলাকায় অতিক্রমকালে বাসের সামনে থাকা একটি কাভার্ডভ্যানের চাকা পাম্পচার হয়ে গেলে হঠাৎ গাড়িটি দাঁড়িয়ে যায়, এসময় পিছনে থাকা দ্রুতগতির বাসটি দ্রুত ব্রেক করতে গিয়ে রাস্তার পাশে খাদায় উল্টে পড়ে।  এসময় বাসে থাকা ১৫ জন যাত্রী আহত হয়।

তাৎক্ষনিকভাবে স্থানীয় জনসাধারন তাদেরকে উদ্ধার করে ভাটিয়ারীস্থ বিএসবি হাসপাতালে নিয়ে গেলে সেখানে শিশু রায়হান মারা যায়।

.

জানাযায়, বাসের যাত্রীরা চট্টগ্রাম মহানগরীর ঈদগাঁ রঙ্গীপাড়া থেকে সকালে সীতাকুণ্ডে গিয়ে বিয়ের অনুষ্ঠান শেষ করে ফিরে যাওয়ার সময় এ দুর্ঘটনার কবলে পড়েন।

আহতরা হচ্ছে ছেনোআরা (৫০), ইয়াসমিন আক্তার (৩৪), শামিমা(২২), পিয়ামনি(১৮), শবনম(১৮), দেলোয়ার (৩০),মঞ্জু (৩২)কাউছার (২৮), এমরান(৪০),মাহিয়া(১২),আরিফা(১২), বিসমিন আক্তার(১৬),গুলজার বেগম(৫০),স্বপ্না(২০)।

বার আউলিয়া হাইওয়ে থানার এসআই কাওসার আহমেদ বলেন, বাসটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ১৫ যাত্রী আহত হয়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরন করি। বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসি।