অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মোবাইল ফােন মেরামতের টাকা না পেয়ে নববিবাহিত যুবকের আত্মহত্যা

0
.

নাটোরের সিংড়া উপজেলায় মোবাইল ফোন মেরামতের টাকা না দেয়ায় বাবার ওপর অভিমান করে মো. আবদুস সাত্তার সেতু নামের এক নববিবাহিত যুবক আত্মহত্যা করেছেন।

শনিবার রাতে উপজেলার কলম ইউনিয়নের বিজয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার কলম ইউনিয়নের বিজয়নগর গ্রামের খোরশেদ আলীর ছেলে।

এলাকাবাসী জানান, প্রায় এক মাস আগে মো. আবদুস সাত্তার সেতুর বিয়ে হয়েছে। বিয়ের পর থেকেই বাবার কাছে আবদার ছিল একটি স্মার্টফোনের। পরে হতদরিদ্র বাবা অনেক কষ্টে টাকা যোগাড় করে ছেলের আবদার পূরণ করেন।

কিন্তু হঠাৎ ফোনটি হাত থেকে পড়ে ডিসপ্লের কাঁচ ভেঙে যায়। মোবাইল মেরামতের এক হাজার টাকা বাবার কাছে চেয়ে না পাওয়ায় শনিবার রাতে যুবক আবদুস সাত্তার সেতু গ্যাস ট্যাবলেট খান। গভীর রাতে তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সেতুর অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে নাটোর সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়।

সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে