অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

উড়ন্ত বিমানে অসুস্থ যাত্রী, বিমান নামিয়ে আনার পরই মৃত্যু!

0
.

কলকাতার উদ্দেশ্যে বিমান উড্ডয়নের পরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী। তার শ্বাসকষ্টের কথা জানানোর সঙ্গে সঙ্গেই বিমানটিকে আবার ফিরিয়ে নেয়া হয়। কিন্তু বিমানবন্দরে নামার পরই মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই যাত্রী। খবর এনডিটিভির।

রবিবার ঘটনাটি ঘটেছে ভারতের ভুবনেশ্বর-কলকাতা স্পাইসজেটের একটি বিমানে।

এনডিটিভি জানায়, রোববার ভুবনেশ্বর-কলকাতা স্পাইসজেটের বিমানে যাত্রার সময় অসুস্থ হয়ে পড়েন ৪৮ বছর বয়সী অশোক কুমার শর্মা নামে এক যাত্রী। তার শ্বাসকষ্টের কথা জানানোর সঙ্গে সঙ্গেই বিমানটিকে ভুবনেশ্বর বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

স্পাইসজেটের কর্মকর্তারা জানান, তড়িঘড়ি করে ওই যাত্রীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রথ তাকে মৃত বলে ঘোষণা করেন। ওই যাত্রীর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে।

এনডিটিভি আরও জানায়, বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে স্পাইসজেটের বিমান-৬২৩ ফ্লাইটি সকাল ১১টা ১৫ মিনিটে নামিয়ে আনা হয়। এরপরেই অসুস্থ যাত্রীকে প্রথমে বিমানবন্দরের চিকিৎসা কেন্দ্রে এবং পরে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।