অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে এমপি’র গ্যারেজে চালক খুনে ব্যবহৃত পিস্তলটি উদ্ধার

0
একমাত্র আসামী মাসুম।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সীতাকুণ্ডে সংসদ সদস্য দিদারুল আলমের মালিকানাধীন গ্যারেজে চালক খুনের ঘটনায় ব্যবহৃত বিদেশী পিস্তলটি উদ্ধার করেছে পুলিশ।  এই মামলায় গ্রেফতার ৩ দিনের রিমান্ডে থাকা একমাত্র আসামী মাসুমের দেওয়া তথ্য অনুযায়ী ওসি দেলওয়ার হোসেনের নেতৃত্বে একটি দল মাসুমের বাড়ির পাশের একটি পরিত্যক্ত স্থান থেকে অস্ত্রটি উদ্ধার করে।

তবে অস্ত্রটি কার বা মাসুমের হাতে কিভাবে এল এ বিষয়ে মুখ খুলছেনা পুলিশ।

উল্লেখ যে, গত ২৮শে আগষ্ট এমপি দিদারুল আলমের মালিকানাধীন মেসার্স দিদারুল আলম এন্ড ব্রাদার্স নামক প্রতিষ্ঠানের গাড়ি চালক শাহজাহান সাজু গুলিবিদ্ধ হয়। এমপির নিজস্ব গ্যারেজে ফোরম্যান মাসুমের হাতে গুলিবিদ্ধ হয় চালক সাজু। ঐদিন রাতে মাসুমকে একমাত্র আসামী করে মামলা দায়ের করে নিহতের স্ত্রী সাহেদা আক্তার। এর দুই দিন পর আদালতে আত্মসমর্পণ করে মাসুম।

পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তিন দিন মন্জুর করেন। রিমান্ড শেষে মাসুমকে জেল হাজতে প্রেরন করা হয়। সীতাকুণ্ড মডেল থানার ওসি দেলওয়ার হোসেন বলেন,“ অস্ত্রটি কার মাসুম আমাদের কাছে স্বীকার করেছে। তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা যাচ্ছেনা। তাকে আটকের চেষ্টা চলছে।”