অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

খুলনায় ডেঙ্গু জ্বরে নারীর মৃত্যু

0
.

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত রহিমা বেগম (৫০) সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের আটারই গ্রামের রফিকুল ইসলাম মোড়লের স্ত্রী।

খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, ডেঙ্গু রোগে আক্রান্ত রহিমা গত সোমবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে তিনি মারা যান।

এদিকে এখন পর্যন্ত জেলায় ডেঙ্গু রোগে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেল।

দক্ষিণ এশিয়ার আরও অনেক দেশের মতো চলতি বছর বাংলাদেশে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ দেখা দিয়েছে। যার কেন্দ্রে রয়েছে জনবহুল শহর রাজধানী ঢাকা।

জানুয়ারি থেকে এখন পর্যন্ত (১০ সেপ্টেম্বর) ৭৭ হাজার ৯৮৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন এবং তাদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৭৪ হাজার ৭১৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ১৯৭টি মৃত্যুর তথ্য পাঠানো হলে সংস্থাটি ১০১টি ঘটনার পর্যালোচনা সমাপ্ত করে ৬০টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।