অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

রাজধানীতে দুদক পরিচালকের বাসায় রহস্যজনক আগুনে স্ত্রী’র মৃত্যু

2
.

রাজধানীর উত্তরায় দুদক পরিচালক মোহাম্মদ ইউসুফের বাসায় রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  এতে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন তার স্ত্রী তানিয়া ইউসুফ।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে গতকাল বুধবার (১১ সেপ্টেম্বর) রাতের ১১টার দিকে দুদক পরিচালক ইউসূফের উত্তরার বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দুদক পরিচালক ইউসুফ।

গৃহকর্তা ও দুদকের কর্মকর্তা বলেছেন, এঘটনায় তার স্ত্রী দগ্ধ হয়েছেন। তাকে উত্তরার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হলে আজ দুপুরে তিনি মারা যান।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিমেল আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, বলেন,অগ্নিকাণ্ডের ঘটনা আমাদের কেউ জানায়নি। আমরা ঘটনা নিশ্চিত হয়ে উত্তরায় ৬ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে যাই। ৬তলা ওই ভবনের দোতলায় আগুনের আলামত রয়েছে। তবে আমরা পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। একজন নারী অগ্নিদগ্ধ হয়েছেন।

তবে উত্তরা পূর্ব থানা পুলিশ বলছে, আমরা অগ্নিকাণ্ডের কোনো খবর পাইনি। বিষয়টি রহস্যজনক দাবি করছে উত্তরা থানা পুলিশ। পুলিশ খোঁজ খবর নিতে শুরু করেছে।

মুহাম্মদ ইউসুফ সোশ্যাল মিডিয়ায় পরিচিত। শাহজালাল বিমানবন্দরের অনিয়ম রোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা পালন করে আলোচনা আসেন ইউসুফ। পরে তাঁকে দুদক পরিচালক করা হয়।

২ মন্তব্য
  1. HM AR বলেছেন

    Goood

  2. Jakir Hossen Ziku বলেছেন

    রহস্যজনক মৃত্যু মানে কি হত্যা করা হয়েছে? ইউসূফ স্যার উপর কি তাহলে প্রতিশোধ নেওয়া হলো?