অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

অবসরে গেলেন দেওয়ানহাট সিএসডি কলোনী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাসছুজ্জামান

1
.

১৯৯১ সালে নিজের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত স্কুল দেওয়ানহাট সিএসডি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরে গেলেন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাওলানা মো: শামছুজ্জামন।

এ উপলক্ষে আজ সোমবার (১৬সেপ্টেম্বার) দুপুরে স্কুলের কনফারেন্স হলে এক বিদায় অনুষ্ঠিান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন,চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার হৃশিকেশ শীল, সহকারি জেলা প্রথমিক শিক্ষা অফিসার মো: জহির উদ্দিন চৌধুরী,পাহাড়তলী থানা শিক্ষা অফিসার বেজুয়ারা বেগম,সহকারি থানা শিক্ষা অফিসার হারুনুর রশিদ, সেলিনা আক্তার প্রমুখ।

সরকারি চাকরি থেকে অবসর গ্রহণকারী প্রধান শিক্ষক মাওলানা মো: শামছুজ্জামন ১৯৯১ সালে নিজের প্রচেষ্টায় সিএসডি প্রথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন। প্রতিষ্ঠার পর থেকেই অবসর গ্রহণ পর্যন্ত ২৯ বছর তিনি প্রধন শিক্ষকের দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে মাওলানা শামছুজ্জামনের প্রচেষ্টায় স্কুলটি সরকারিকরণ হয়।

তিনি চট্টগ্রাম প্রথমকি শিক্ষক কল্যান সমিতির ২২ বছর সভাপতি ছিলেন। মাওলানা শামছুজ্জামন সিএসডি কলোনী জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছেন। তিনি চট্টগ্রাম বিভাগীয় ইমাম সমিতির সভাপতি ছিলেন।

১ টি মন্তব্য
  1. HM Osman Goni বলেছেন

    এই প্রতিষ্ঠানের জন্যে অনেক অনেক শ্রম দিয়েছেন আল্লাহ ওনার শ্রম কে কবুল করুক আমিন