অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

যুবলীগ নেতা খালেদ অস্ত্রসহ র‌্যাবের হাতে আটক

1
.

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব সদর দফতরের মিডিয়া শাখার সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান। তবে এখন পর্যন্ত খালেদকে তার বাসা থেকে বাইরে বের করা হয়নি।

এর আগে সন্ধ্যায় খালেদের গুলশান-২ এর ৫৯ নম্বর রোডের ৫ নম্বর বাসায় শুরু হয় এ অভিযান। দুপুর থেকেই বাড়িটি ঘিরে রাখেন র‍্যাবের প্রায় শতাধিক সদস্য।

শীর্ষ সন্ত্রাসী জিসান এর সঙ্গে যুবলীগ নেতা খালেদ।

একই সময় ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাবে ক্যাসিনোতে অভিযান চালায় র‍্যাব।

র‌্যাব-১-এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেমও খালেদকে আটকের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, খালেদের ব্যবহৃহ বিভিন্ন মালামাল জব্দ করা হচ্ছে। এ কারণে তাকে বাসা থেকে বের করতে সময় লাগছে।

এর আগে, র‌্যাব-১-এর সিনিয়র এএসপি সুজয় সরকার সারাবাংলাকে জানান, বিকেল ৪টা থেকেই গুলশান ২-এর ৫৯ নম্বর রোডের ৫ নম্বর বাড়িটি ঘিরে রাখে র‌্যাব। এই বাড়ির তৃতীয় তলার এ-৩ ফ্ল্যাটটি খালেদের।

১ টি মন্তব্য
  1. Kamal Uddin বলেছেন

    Punished them