অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

যুবলীগ নেতা খালেদের টর্চার সেলে র‌্যাবের অভিযান, নির্যাতনের যন্ত্রপাতি উদ্ধার

9
.

রাজধানীর কমলাপুর রেল স্টেশনের উল্টো দিকে ইস্টার্ন কমলাপুর টাওয়ারে ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার টর্চার সেলের সন্ধান পেয়েছে র‌্যাব-৩ এর একটি দল।

গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে টর্চার সেলের সন্ধান মেলে।

র‌্যাব জানায়, টর্চার সেলে নির্যাতনের অনেক ধরনের যন্ত্রপাতি রয়েছে। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে টর্চার সেলে নিয়ে নির্মম নির্যাতন চালানো হতো।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিউল্লাহ বুলবুল গণমাধ্যমকে বলেন, ‘খালেদের টর্চার সেলে অভিযান চলানো হয়েছে।

এর আগে বুধবার বিকেলে রাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকার ‘ইয়াং ম্যান্স ক্লাব’র ক্যাসিনোতে অভিযান চালায় র‌্যাব। এ সময় সেখান থেকে ১৪২ জনকে আটক করা হয় এবং প্রায় ২০ লাখ টাকা ও মাদক জব্দ করা হয়। পরে রাতে ক্যাসিনোর মালিক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি অবৈধ অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়।

৯ মন্তব্য
  1. Harun Mia বলেছেন

    ওদের মতন টর্চার করা হউক।

  2. Sanowar Hossain বলেছেন

    সালা দ্বিতীয় এরশাদ শিকদার।

  3. Jaynal Abedin Masud বলেছেন

    শালা যুব লিগের নেতা নয়, শিয়াল কুত্তার নেতা

  4. M.G. Sarwar Bhuiyan বলেছেন

    ভা,,,,,,,,ই , এগুলোকে মানুষ ধোন পোন মনে করে । একশন নিতে হলে ফিলিপিনো প্রেসিডেনট দুতার্তের পথ ধরতে হবে ।

  5. Rasel Kapasia Rasel Kapasia বলেছেন

    এটা আমার বিশ্বাস হয় না, আঃলীগ এর কোন নেতা কর্মীরা এমন কিছু করতে পারে না, এটা নিরচয় BNP হাত থাকতে পারে।

  6. Kamrul Islam BD বলেছেন

    ভালো

  7. Md Mamun বলেছেন

    ভাই কি বলেন এটা কি ঠিক

  8. Farid Khan বলেছেন

    স্বাধীন সার্বভৌম দেশ, গনতান্ত্রিক সরকার ও সাংবিধানিক বিচার ব্যবস্হা যেখানে বিদ্যমান। সেখানে ব্যক্তি পর্যায়ের টর্চার শেল, কি ইঙ্গিত বহন করে তা ভেবে দেখার জন্য নীতি নির্ধারকরা কি আরো সময় নিবেন ?

  9. Forhad Khan বলেছেন

    Now realise what type of rules prevailing in the country. Who were involved in kidnapping the people, torturing murder and collecting ransom use to manage for personal benefit of a group.