অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

গৃহহীন বিধবা জাকিনা প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পেয়ে খুশী

0
.

আলমগীর হোসেন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার ১নং মানিকছড়ি ইউনিয়ন গচ্ছাবিল এলাকার মৃত হাবিবুর রহমানের স্ত্রী বিধবা জাকিনা বেগম আট বছর পৃর্বে স্বামীর মৃত্যুর পর যখন অসহায় তিন কন্যা সন্তানকে নিয়ে অসহায় মাধা গোজার ঠাই নাই। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার টি.আর. কর্মসুচীর আওতায় র্দুযোগ সহনীয় বাসগৃহ নির্মান প্রকল্পের আওতায় খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় ২০১৮-১৯ অথবছর মানিকছড়ি উপজেলায় ৪টি ইউনিয়নে ৪৬টি বাসগৃহ ১ কোটি ১৮ লক্ষ ৯২ হাজার ৪শত ২৬ টাকার বাসগৃহ প্রকল্পে বরাদ্ধ হয়।

তখন জাকিনা বেগম নামে একটি বাসগৃহ/ঘর বরাদ্ধ হয়। র্দীঘ দিন পর আজ ঘরের চাবি পেয়ে খুসী জাকিনা বেগম । দোয়ার করছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে।

আজ ১৯ সেপ্টেস্বর ঘরের চাবি বুঝিয়ে দিয়েছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাব চন্দ্র বিশ্বাষ, উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো: জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার ভুমি রুবায়ইয়া আফরোজ, ১নং মানিকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান ফারুক, ২নং বাটনাতলী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মোহন, ৩নং যোগ্যোছোলা ইউপি চেয়ারম্যান ক্যজরী মহাজন, ৪নং ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজদ।

মানিকছড়ি উপজেলা প্রকল্প ব্যবস্থাপক মো:কামাল উদ্দিন সাংবাদিকদের বলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার টি.আর. কর্মসুচীর আওতায় র্দুযোগ সহনীয় বাসগৃহ নির্মান প্রকল্পের আওতায় খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় ২০১৮-১৯ অথবছর মানিকছড়ি উপজেলায় ৪টি ইউনিয়নে ৪৬টি বাসগৃহ ১ কোটি ১৮ লক্ষ ৯২ হাজার ৪শত ২৬ টাকার বাসগৃহ প্রকল্পের ঘরের চাবি সরকারের পক্ষে বুঝাইয়া দিতে পেরে আনন্দিত ।