অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বগুড়ায় ছাত্রলীগের ছুরিকাঘাতে দলীয় কর্মী খুন

2
rmizan-1460400485-791a55c_xlarge
ছবি: প্রতীকি।

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের মাস্টার্স শেষ পর্বের ছাত্র ইব্রাহিম হোসেন সবুজ (২৫) নামে এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শহরের ফুলবাড়ি এলাকায় আজিজুল হক কলেজের পুরাতন ভবনের সামনে এ ঘটনা ঘটে। এ সময় শিপলু শেখ নামে ছাত্রলীগের সাবেক এক নেতাও আহত হয়েছেন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা আজিজুল হক কলেজের নতুন ভবনের সামনে পুলিশের একটি মোটর সাইকেলসহ বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে।

এক পর্যায়ে দুপুর ৩টার দিকে তারা শহরের জিরো পয়েন্ট সাতমাথা এলাকা অবরোধ করে। এতে শহরে ব্যাপক যানজট সৃষ্টি হয়। পরে বিকেল ৪টার দিকে তারা অবরোধ তুলে নিলে যানজট কমতে শুরু করে।

বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন ছাত্রলীগ কর্মীর ঘুনের ঘটনাটি নিশ্চিত করেছেন।

ছাত্রলীগ কর্মী নূর মোহাম্মদ জানান, একাদশ শ্রেণির দুই ছাত্রের ওপর বহিরাগতদের হামলার বিষয়টি নিয়ে ছাত্রলীগ নেতৃবৃন্দ পুরাতন ভবনের শিক্ষকদের সঙ্গে কথা বলতে যান। তারা কলেজ থেকে বের হয়ে আসার সময় নুরু নামে স্থানীয় এক যুবলীগ কর্মীর নেতৃত্বে স্থানীয় একদল সন্ত্রাসী ছাত্রলীগের নেতাকর্মীদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা ছাত্রলীগ কর্মী ইব্রাহিম হোসেন সবুজকে ছুরিকাঘাত করে। এ সময় ছুরির আঘাতে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শিপলু শেখও আহত হন। তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় সবুজ মারা যান।

বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস জানান, আজিজুল হক কলেজের পুরাতন ভবন সংলগ্ন এলাকার স্থানীয় ছিনতাইকারীর নেতৃত্বে বহিরাগতরাই ওই হামলা চালিয়েছে।

২ মন্তব্য
  1. ডাঃ খালেদ দেওয়ান বলেছেন

    দারণ গুড নিউজ ।

  2. Solaiman Mohammad বলেছেন

    বরকত হোক,