অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

পটিয়ায় মোবাইল কোর্টের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

0
.

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের পটিয়া উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার বিকেলে পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ২০ হাজার ৫শ টাকা এবং ধুমপানের অপরাধে দুইজনকে ১০০০ হাজারটাকা জরিমানা করা হয়।

পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

.

অভিযানে ফকিরা মসজিদ হাট ও মৌলভী হাট এলাকায় আজ ভেজাল ঘি ও মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রি করায় দায়ে ফকিরা মসজিদ হাটে শওকত ট্রেড্রার্সকে ১০,০০০ টাকা ও হোসেন ট্রেড্রার্সকে ৫,০০০ টাকা জরিমানা করা হয় এবং মৌলভী হাটে ভেজাল ঘি বিক্রি করায় খালেদ স্টোরকে ৫,০০০ টাকা ও সীমা ফার্মেসীতে লাইসেন্স না থাকার অপরাধে ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া পাবলিক প্লেস এ ধুমপান করা অপরাধে ০২ জনকে ১,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।