অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

‘শিগগিরই কওমি মাদ্রাসাগুলোকে স্বীকৃতি দেবে সরকার’

1
screenshot_8
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে সন্ত্রাস ও জঙ্গি দমন উপলক্ষে আয়োজিত আলেম ওলামা সমাবেশে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

‘দেশের কওমি মাদ্রাসাগুলো জঙ্গি তৈরির কারখানা নয়, তাই ঢালাওভাবে কওমি মাদ্রাসাকে দোষারোপ করা যাবে না।’ উল্লেখ করে

সরকার খুব শিগগিরই দেশের কওমি মাদ্রাসাগুলোকে স্বীকৃতি দেবে বলে মন্তব্য করেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার সকালে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে সন্ত্রাস ও জঙ্গি দমন উপলক্ষে আয়োজিত আলেম ওলামা সমাবেশে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘এটার স্বীকৃতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিতে চাচ্ছেন। আপনাদেরকে তিনি আহবান করেছেন যে, আপনারা এক হয়ে কি করতে চান সেটা বলেন। আপনাদের যে দাবি, প্রাণের দাবি কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি উনি দিবেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেন, যাদেরকে অভিভাবকরা সঠিক ভাবে দিক নির্দেশনা দেয় নাই ঠিক ভাবে পরিচালনা করতে পারেন নাই সে ইংরেজি শিক্ষিতরা আজ জঙ্গি। তিনি বলেন, দু একটি হয়তো মাদ্রাসা খারাপ থাকতে পারে। কিন্তু ঢালাওভাবে কওমী মাদ্রাসাকে আপনি দোষ দিবেন তা অসম্ভব প্রশ্নই ওঠে না।

আমরা জানি কওমী মাদ্রাসা কখনো জঙ্গি তৈরীর কারখানা না।
১ টি মন্তব্য
  1. Md Shahidul Islam বলেছেন

    বেপার কি কোন দিক দিয়ে ঠেলা খাইছেন