অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

শিমুল বিশ্বাসকে পাসপোর্ট দেয়ার আদেশ স্থগিত

0
.

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের নতুন পাসপোর্ট সাত কার্যদিবসের মধ্যে দেয়া সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত।

রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে সোমবার চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। তিনি বলেন, ২৯ আগস্ট হাইকোর্ট বিভাগ তার পাসপোর্ট প্রদানে যে রায় দিয়েছেন তা আজ (সোমবার) স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

গত ২৯ আগস্ট রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ পাসপোর্ট দিতে নির্দেশ দেন। শিমুল বিশ্বাসের পাসপোর্ট হারিয়ে যাওয়ার পর নতুন পাসপোর্টের জন্য পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করেন।

গত ২৪ জুন এই পাসপোর্ট প্রদানের কথা ছিল। কিন্তু পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিস তার নতুন পাসপোর্ট সরবরাহ করতে অপারগতা জ্ঞাপন করে। ফলে শিমুল বিশ্বাস পাসপোর্টের জন্য হাইকোর্টে আবেদন করেন।