অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

“ভেজাল ঘি এখন কৌটার পরিবর্তে পলিথিনে”

0
.

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
জেলার হাটহাজারী পৌর এলাকার বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে প্রায় আধ মণ ভেজাল ঘি জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

আজ ২৫ সেপ্টেম্বর বুধবার হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এই অভিযান পরিচালনা করেন।

.

জানা যায়, নিয়মিত বাজার মনিটরিং কাজের অংশ হিসেবে হাটহাজারী পৌরসভার বিভিন্ন দোকান মনিটরিং এর সময় আবারো ভেজাল ঘি‘র অস্তিত্ব দেখতে পান ইউএনও রুহুল আমিন। এর আগে ভেজাল ঘির বিরুদ্ধে নিয়মিত অভিযানের কারণে আগের মত ঘি কৌটায় বিক্রি না করে ড্রামে করে ঘি এনে খোলা পলিথিনে বিক্রয় করছে দোকানীরা। এসময় পৌরসভার কাঁচা বাজার এলাকায় অবস্থিত আল ইনসাফ স্টোর থেকে প্রায় আধমণ ভেজাল ঘি জব্দ করেন তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও রুহুল আমিন বলেন, বাঘা বাড়ির ঘি’র নামে বিক্রি হওয়া ভেজাল ঘি এখন আর কৌটায় নাই। এখন কন্টেইনারে করে ঘি আসে ভ্রাম্যমাণ আদালতের চোখ ফাঁকি দেয়ার জন্য। বিক্রি হয় ছোটো পলিথিনের ব্যাগে। অভিযানের সময় পালিয়ে যাওয়ার কারণে কাউকে গ্রেপ্তার করা যায়নি। এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও রুহুল আমিন।