অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

হাটহাজারীতে সুন্দরী ছড়ার অবৈধ দখল উচ্ছেদ: দখলকারীকে অর্থদন্ড

0
.

হাটহাজারী(চট্টগ্রাম) প্রতিনিধঃ
চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার মিরেরহাট সংলগ্ন সুন্দরী ছড়ায় অভিযান পরিচালনা করে অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে। আজ শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধ দখলদার তৈয়বকে জনস্বার্থের ক্ষতি সাধিত করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

.

ইউএনও রুহুল আমিন জানান, কথিত ব্যক্তি বেশ কিছুদিন ধরে এলাকার বর্ষা মৌসুমের পাহাড়ী ঢলের পানি নিস্কাশনের সুন্দরী ছড়ায় বালুর বস্তা দিয়ে ভরাট করে অবৈধ দখল করে আসছিল। সংবাদ অবহিত হয়ে প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার ভরাটকারীকে নোটিশ প্রদান করা হয়।

সকলের সামনে তার জায়গা পরিমাপ করে বুঝিয়ে দিয়ে খুটি দেয়া হয় (লাল গোলাকার চিহ্নিত) । তবুও তিনি প্রশাসনের আদেশ অমান্য করে ১৬৪ ফুট দীর্ঘ এবং ১০ফুট প্রস্থ খাল অবৈধ ভাবে বালুর বস্তা দিয়ে দখল করে ছড়ার পানি নিস্কাশন বাধাগ্রস্থ করে রাখে। ১৬৪০ বর্গফুট খাল দখলমুক্ত করে অভিযুক্ত তৈয়বকে ২০ হাজার টাকা জরিমানা করে তার কাছ থেকে মুচলেকা নেয়া হয়।