অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বায়োজিদের চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ ফজলে সহযোগীসহ কোতোয়ালীতে গ্রেফতার

1
.

মোটরসাইকেলকে ধাক্কা দেয়ার মিথ্যা অভিযোগ করে অভিনব কায়দায় কার্ভাডভ্যান চালক ও সহকারীকে জিম্মি করে ছিনতাই করার সময় নগরীর কোতোয়ালী থানার লাভলেইন নুর আহমদ সড়ক থেকে নগরীর সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের নেতা ও বায়োজিদ এলাকার সন্ত্রাসী ফজলে আকবর (২২)কে এক সহযোগীসহ গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

গ্রেফতারকৃত সহযোগির নাম মো. শাহীন (২৮)।

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নগরীর নুর আহমদ সড়কের মেট্রোপোল ক্লাবের সামনে এ ঘটনা ঘটেছে। গ্রেফতারকৃত দুজনকে রবিবার আদালতে হাজির করলে আদালত জেলহাজতে পাঠিয়ে দেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি জানান, ফজলে আকবর নগরীর চিহ্নিত চাদাঁবাজ ও ছিনতাইকারী তার নামে অসংখ্য অভিযোগ ও মামলা রয়েছে।

শনিবার রাতে এক কার্ভাডভ্যান চালক ও সহকারীকে মোটরসাইকেল দিয়ে গতিরোধ করে থামিয়ে তাদের কাছ থেকে ৪২শ টাকা মোবাইল ফোন ও গাড়ির কাগজপত্র ছিনিয়ে নেয়ার সময় তাদের চিৎকারে লোকজন জড়ো হয়ে সহযোগীসহ ফজলে আকবরকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে কার্ভাডভ্যান চালক বাদী হয়ে থানায় মামলা করেছে।

গ্রেফতারকৃত ফজলে আকবর নগরীর বায়োজিদ বোস্তামী থানার রৌফাবাদ হাউজিং সোসাইটি স্বপ্নভিলার নীচতলার বাসিন্দা নূরুল আবছারের ছেলে।

খবর নিয়ে জানাগেছে, ফজলে আকবর এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত চাঁদাবাজ। তার বিরুদ্ধে, নারী নির্যাতন, ইভটিজিং সহ নগরীর বায়োজিদ থানায় শতাধিক অভিযোগ রয়েছে।

কিন্তু প্রভাবশালী স্থানীয় আওয়ামী লীগ নেতা লেদু হাজীর ছত্রছায়ার কারণে পুলিশ তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারে না।

কিছুদিন আগে একবার আটক হলেও নানা সম্পর্কিত আওয়ামী লীগ নেতা লেদু হাজী তাকে ছাড়িয়ে নেয় বলে অভিযোগ রয়েছে।

১ টি মন্তব্য
  1. Abdul Hai Chuttu বলেছেন

    ক্রসফায়ার দেওয়া হউক।