অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

‘জয় হিন্দ’ স্লোগান দেয়া রাবি’র সেই ভিসিকে বহিষ্কার দাবি কাদের সিদ্দিকীর

4
.

‘জয় হিন্দ’ স্লোগান দেয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের বহিষ্কার দাবি করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী।

আজ সোমবার সকালে কাদের সিদ্দিকী বলেন, টানা ৯ মাস লড়ে দেশ স্বাধীন করেছি ‘জয় হিন্দ’ স্লোগান শোনার জন্য নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভিসি এই স্লোগান দিয়ে ৩০ লক্ষ শহীদদের আত্মত্যাগকে অসম্মান করেছেন। মুক্তিযোদ্ধাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছেন। এটি চরম ঔদ্ধত্য ও রাষ্ট্রদ্রোহিতা। এই মুহূর্তে তার বহিষ্কার দাবি করছি।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গ্রুপ সাদা দলও। সাদা দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ এনামুলর এক বিবৃতিতে তিনি বলেন, এ স্লোগান দিয়ে রাবি ভিসি অধ্যাপক এম আব্দুস সোবহান রাষ্ট্রদ্রোহিতে পরিণত হয়েছেন। তিনি তার পদের চরম অবমাননা ঘটিয়েছেন এবং ওই পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। অবিলেম্ব তাকে ক্ষমা চাওয়ার দাবি জানাই। সেই সঙ্গে আইনের আওতায় এনে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য তার যথাযথ শাস্তির দাবি জানাচ্ছি।

২৬ সেপ্টেম্বরে ইতিহাস বিভাগ ও জন-ইতিহাস চর্চা কেন্দ্রের যৌথ আয়োজনে একটি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান ছিল। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। তিনি তার বক্তব্যের শেষ পর্যায়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলার পর ‘জয় হিন্দ’ বলেন।

৪ মন্তব্য
  1. Firoz Kabir বলেছেন

    এ কুলাঙ্গারকে শুধু বহিষ্কার করলে হবেনা,,তাকে বাংলাদেশের থেকে বিতাড়িত করতে হবে,,এবং গলায় জুতার মালা পরিয়ে লন্ডিয়ার দেশে পাটাতে হবে,,তাহলে দেশের১৭কোটি জনগনের রাগ কমবে,,

  2. Abdul Kader বলেছেন

    সহমত,,

  3. Yousuf Yousuf বলেছেন

    ঐই বিশ্ব বিদা্লয়ে কি কোন ছাত্রছাত্রী নাই?

  4. NI Khan বলেছেন

    The PM will recommend him to the Chancellor to appoint him to be the VC of the University of Dhaka soon for saying “Joy Hind”!!