অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতা নিহত

1
1457092643-saver-1
গ্যাস বেলুন ফুলাতে গিয়ে সিলিণ্ডার বিস্ফোরণ ঘটে।

রাজধানীর বনানীতে একটি বাসার সামনে গ্যাস সিলিন্ডার দিয়ে বেলুন ফুলনোর সময় বিস্ফোরিত হয়ে লাল মিয়া (৪৫) নামে একজন বেলুন বিক্রেতার মৃত্যু হয়েছে। শনিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ২৫/এ নং রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।

লাল মিয়ার ভাগনে মো. শাহাজাহান জানান, লাল মিয়া নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার মফিজ উদ্দিনের ছেলে। নিহত লাল মিয়া উত্তরা বাগদার সাঁতারকুল এলাকায় একা ভাড়া থাকত।

পলমল গ্রুপের সিকিউরিটি ম্যানেজার মোস্তফা মুরাদ জানান, এই গ্রুপের এমডি নাসির সিকদারের ছেলের জন্মদিন উপলক্ষে ওই বেলুন বিক্রেতার সঙ্গে চুক্তি করে নিয়ে আসা হয়। তিনি বাড়ির সামনে রাস্তায় গ্যাস সিলিন্ডার দিয়ে বেলুন ফুলাচ্ছিলেন। হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, তার শরীরের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের চিহ্ন পাওয়া গেছে। লাশ মর্গে রাখা হয়েছে।

 

 

 

১ টি মন্তব্য
  1. Sakhawat Hossain বলেছেন

    Very sad.