অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বোয়ালখালীতে ফটোসেশন নিয়ে ছাত্রলীগের মারামারি: রক্তাক্ত আহত ১

1
.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

জেলার বোয়ালখালীতে কমিটি গঠনের পর ফটো তোলা নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের বিরোধে এক নেতাকে মেরে গুরুতর আহত করেছে নিজেদের কর্মীরা।

আজ বুধবার (২ অক্টোবর) দুপুর ২টার দিকে স্যার আশুতোষ সরকারি কলেজ ক্যাম্পাসের প্রবেশপথে এ ঘটনা ঘটেছে। রক্তাক্ত আহত একাদশ ২য় বর্ষের ছাত্র মো. ইয়াছিনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ বিজ্ঞান বিভাগ ছাত্রলীগের কমিটি ঘোষণার পর ফটোসেশন করতে গিয়ে ধুন্ধমার খেয়েছে এ ছাত্র নেতা।

কলেজ ছাত্রলীগ নেতা বোরহান উদ্দিন বাবলু ও আমির হোসেন অভি জানায়, সকালে কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রলীগ কমিটি ঘোষণা করা হয়। এরপর ছাত্রলীগ নেতৃবৃন্দ কলেজ ক্যাম্পাসের প্রবেশ পথে ফটো সেশন করতে যান। ফটোসেশনে দাঁড়ানো নিয়ে ছাত্রলীগ নেতা শিমুল সর্দার ও মো. ইয়াছিনের মধ্যে কথাকাটাকাটি হয়।

এর এক পর্যায়ে শিমুল সর্দার ও তন্ময় দে মিলে ইয়াছিনকে দেয়। এতে গুরুতর আহত ইয়াছিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে চমেক হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক।

তবে এটি পরিকল্পিত হামলা বলে দাবি করেছেন কলেজ ছাত্রলীগ নেতা মো. রাশেদুল হাসান।

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.হেলাল উদ্দিন ফারুকী বলেন, ছাত্রলীগের কয়েকজন কর্মীদের মধ্যে মারামারি হয়েছে বলে জানতে পেরেছি। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১ টি মন্তব্য
  1. Md Mim Hossain বলেছেন

    Tnx chattro lig k