অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ড শীপ ইয়ার্ডে গ্যাস আক্রান্ত হয়ে ২ জন নিহত

0
.

জেলার সীতাকুণ্ডের কুমিরায় একটি পুরাতন জাহাজ শীপ ইয়ার্ডে গ্যাস আক্রান্ত হয়ে ২ শ্রমিক নিহত হয়েছে।

আজ শনিবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে কুমিরা উপকূলে অবস্থিত “ও ডব্লিউ ডব্লিউ ট্রেডিং এণ্ড শীপ ব্রেকিং” নামে একটি শিপ ইয়ার্ডে কাটার জন্য রাখা জাহাজে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত দুই শ্রমিক হল- সাইফুল (২৬) বাড়ী নওগা এবং মাসুদ (২২) কাটার হেলপার বাড়ী, সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে।

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) শামীম শেখ দুই শ্রমিক নিহত হওয়ার বিষয়টি পাঠক ডট নিউজকে নিশ্চিত করে বলেন, পুরাতন একটি জাহাজে কাজ করার সময় সন্ধ্যার দিকে দুই শ্রমিক গ্যাস আক্রান্ত হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে তাদের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এ এস আই আব্দুল হামিদ জানান, রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের কুমিরা থেকে শীপ ইয়ার্ডে গ্যাস আক্রান্ত দুই শ্রমিককে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

স্থানীয় সুত্রে জানা গেছে, কুমিরার “ও ডব্লিউ ডব্লিউ ট্রেডিং এণ্ড শীপ ব্রেকিং“ নামে উক্ত ইয়ার্ডে মাত্র ১০/১২ দিন আগে একটি পুরাতন বীচিং করা হলে সেটি গ্যাস ফ্রি করার জন্য আজ শ্রমিকরা কাজ করার সময় দুই শ্রমিক গ্যাসের ট্যাঙ্কিতে পড়ে যায়।  পরে তাদের গুরুত্বর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা যায়।

এ ব্যাপারে জানতে ইয়ার্ডটির ম্যানেজার সাজ্জাদসহ আরো দুই কর্মকর্তাকে ফোন দিলে তাদের প্রত্যেকের ফোন বন্ধ পাওয়া যায়।