অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে দুই শ্রমিক নিহতের ঘটনায় শীপ ইয়ার্ডের কার্যক্রম বন্ধ

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
জেলার সীতাকুণ্ডে পুরাতন জাহাজ ভাঙা ইয়ার্ডে গ্যাসে আক্রান্ত হয়ে ২ শ্রমিক নিহত হওয়ার ঘটনায় উপজেলার কুমিরা ঘাটঘর উপকূলে অবস্থিত “ও ডব্লিউ ডব্লিউ ট্রেডিং এণ্ড শীপ ব্রেকিং” নামের ইয়ার্ডটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের সহকারী সচিব সোহেলা নাসরীন এর সাক্ষরিত এক নোটিশে শীপ ইয়ার্ডটির কার্যক্রম সাময়িক বন্ধের নির্দেশ দেয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়- গত ১২ অক্টোবর MV SIERREA নামক জাহাজ বিভাজন কার্যক্রম চলমান অবস্থায় রাত ১০ ঘটিকার সময় জাহাজের তলদেশে গ্যাস কাটার দিয়ে কাজ করার সময় বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ২জন শ্রমিক নিহত হয়। এধরণের দূর্ঘটনার কারণে দেশে-বিদেশে জাহাজ পূনঃপ্রক্রিরাজাতকরণ শিল্পের বিষয়ে নেতিবাচক ধারণার সৃষ্টি হচ্ছে। ইয়ার্ড কর্তৃক কার্টিং আবেদন দাখিল এবং কার্টিং অনুমতির পূর্বেই জাহাজে বেআইনীভাবে রাতে কাজ করায় এধরণের দুর্ঘটনা ঘটেছে মর্মে প্রতীয়মান হয়।

এমতাবস্থায় ইয়ার্ড পর্যায়ে সংঘটিত দূর্ঘটনার কারণে দি শিপ ব্রেকিং এন্ড রিসাইক্লিং রোলস-২০১১ এর বিধি ৪ অনুযায়ী মেসার্স ওডব্লিউ ডব্লিউ ট্রেডিং এন্ড শিপ ব্রেকিং ইয়ার্ডের জাহাজ পুনঃপ্রক্রিয়া সংশ্লিষ্ট সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হলো।

উক্ত ঘটনায় সাইফুল (২৬) এবং মাসুদ (২২) নামের দুই শ্রমিক গ্যাসে আক্রান্ত হয়ে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বলেন, শনিবারের ঘটনার পর ইয়ার্ডের সকল কার্যক্রম সাময়িক বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা ইয়ার্ডটি পরিদর্শন করে গেটে নোটিশ লাগিয়ে দিয়েছি।